নিজস্ব প্রতিবেদক: ৪৮ ঘন্টার ব্যবধানে ডিএনসি চট্টগ্রাম মেট্রো (উত্তর) কর্তৃক ৮৫৭৫ পিস ইয়াবা উদ্ধার
(শুক্রবার) ২২ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক হুমায়ন কবীর খোন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে , পরিদর্শক ব্রজলাল চাকমা এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজার উত্তর পার্শ্বে কক্সবাজার থেকে চট্টগ্রাম গামী মার্ছা পরিবহন বাসের যাত্রী আব্দুস সাত্তার (৪৫) ও বুলবুল আক্তার (৪০) এর দেহ তল্লাশী করে ৫,৭৭৫ (পাঁচ হাজার সাতশত পচাত্তর) পিস ইয়াবাসহ হতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক ব্রজলাল চাকমা বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করেন।
এছাড়াও ২০ সেপ্টেম্বর ২০২৩, উপপরিদর্শক জাহিদ হোসেন এর নেতৃত্বে একটি টিম শাহ আমানত সেতু এলাকায় মিয়ামী এয়ারকন পরিবহনের যাত্রী ধন মিয়া (৩০) এর দেহ তল্লাশী করে ২,৮০০ ( দুই হাজার আটশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক জাহিদ হোসেন বাদী হয়ে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।