নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ২৪ ঘন্টাই সজাগ। আবারো ডিএনসি চট্টগ্রাম মেট্রো (উত্তর) এ বিপুল পরিমান ইয়াবা উদ্ধার।
(বৃহস্প্রতিবার) ৬ জুলাই ২০২৩,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন শাহ আমানত টোল প্লাজা এলাকায় সেজুতি ট্রাভেলস পরিবহনে অভিযান পরিচালনা করে ১,৬০০(এক হাজার ছয়শত) পিস ইয়াবাসহ মোঃ সাইফুল ইসলাম (৩২) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।