(সোমবার) ১১ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধার উপপরিচালক শহীদুল মান্নাফ কবির এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক মামুনুর রশীদ এর নেতৃত্বে একটি রেইডিং টিম সাদুল্লাপুর থানাধীন একবারপুর গ্রামস্থ একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রংপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে এ্যাপাচে আরটিআর মোটরসাইকেলকে সিগন্যাল দিয়ে গতি রোধ করে, মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে বিশেষ কায়দায় তৈরিকৃত চেম্বারের ভেতর হইতে ৬৪ (চৌষট্টি) বোতল ফেন্সিডিলসহ মোঃ লিটন মিয়া (৪৫) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে জব্দকৃত ৬৪ (চৌষট্টি) বোতল ফেন্সিডিল ও এ্যাপাচে আরটিআর মোটরসাইকেল আলামত হিসেবে প্রধান করে উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (সোমবার) ১১ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাজীপুর এর উপপরিচালক মোঃ মেহেদী হাসান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মোঃ হুমায়ুন কবির ভুঁঞা এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, টঙ্গী পূর্ব থানাধীন মরকুন মধ্যপাড়া কোকাকোলা রোড এলাকায় অভিযান পরিচালনা করে ১০০০ (এক হাজার) এ্যাম্পুল নেশা জাতীয় ইনজেকশনসহ সুমি (৩০) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ হুমায়ুন কবির ভুঁঞা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করে।
অন্যদিকে (সোমবার) ১১ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নাটোর এর উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, “ক” সার্কেল পরিদর্শক মুহম্মদ সাজেদুল আলম এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, নাটোর সদর থানাধীন নারায়ন পাড়া এলাকাস্থ গ্রামীন ফোন মোবাইল টাওয়ার এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ রমজান আলী (২৩) কে ২০০(দুইশত) গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মুহম্মদ সাজেদুল আলম বাদী হয়ে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করে বলে জানা যায়।