নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) দেশব্যাপী মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত। আবারো ডিএনসি গাইবান্ধা ও কুমিল্লায় বিপুল পরিমান মাদক উদ্ধার ।
(বুধবার) ১৭ই জানুযারী, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধার উপপরিচালক মোঃ শাহনেওয়াজ এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক এর আবু নায়েম মোঃ কাজী নুরন্নবী এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর থানাধীন একবারপুর গ্রামস্থ একবারপিুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মঞ্জুর আলম লিটন (৪০) ও মোছা: শিল্পী বেগম (২৩)কে ১২০০০ বারো হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার । আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মামুনুর রশিদ বাদী হয়ে সাদুল্লাহপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।
এদিকে (বুধবার) ১৭ই জানুযারী, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সদর দক্ষিণ থানাধীন (কুমিল্লা টু লাকসাম) হাইওয়ে রোডস্থ আমানিয়া হোটেল এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মো: বারিক(২৮)কে ১১ (এগারো) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মো: শরিফুল ইসলাম বাদী হয়ে সদর দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮(সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করেন।