নিজস্ব প্রতিবেদক: মাদক চোরকারবারীদের স্পর্দা কত ভয়ানক! আবারো ডিএনসি খুলনা ও নোয়াখালীতে বিপুল পরিমান মাদক উদ্ধার।
(বুধবার) ১৪ই ফেব্রুয়ারী, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, খুলনার অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, জেলা কার্যালয় খুলনার উপপরিচালক মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে “ক”সার্কেল এর একটি আভিযানিক দলের সদস্যদের নিয়ে ফকিরহাট উপজেলার লকপুর এলাকার বিথি বেগম এর মালিকানাধীন বাড়ীর দুইতলার ভাড়াটিয়া আক্তার মিয়ার বাসায় অভিযান পরিচালনা করে মোঃ ফয়সাল হোসেন (২৩) এবং সোহেল রানা (২৬)কে ৯৪ (চুরানব্বই) কেজি গাঁজা, ১,৫২০ (এক হাজার পাঁচশত বিশ) পিস ইয়াবা এবং ৩৩ (তেত্রিশ) বোতল ফেনসিডিল ও মাদক ব্যবসায় ব্যবহৃত ২ টি মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে আক্তার মিয়া (৩৫) পালিয়ে যায়। উপপরিচালক মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, উক্ত বাড়ীর ভাড়াটিয়া আক্তার মিয়ার পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আসামীদের বিরুদ্ধে উপপরিদশর্ক মোঃ রাকিবুল ইসলাম রাসেল বাদী হয়ে ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে, (বুধবার) ১৪ই ফেব্রুয়ারী, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নোয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কোম্পানীগঞ্জ থানাধীন বামনী টু বাঞ্ছারামপুর সড়কের রামপুর গ্রামস্থ, ৬নং ওয়ার্ডের ৬নং রামপুর ইউপির আবু তাহেরের বাড়ীর পার্শ্বে পাকা সড়কের উপর অভিযান পরিচালনা করে ১ (এক) কেজি লুজ গাঁজাসহ মোঃ মোজাম্মেল হক প্রকাশ মুরগি মোজাম্মেল (৫৫)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।