নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক! কিছুতেই থামছে না মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। আবারো ডিএনসি কিশোরগঞ্জ ও হবিগঞ্জে বিপুল পরিমান মাদক উদ্ধার।
(রবিবার) ১১ই জুন, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কিশোরগঞ্জ এর সহকারী পরিচালক এর নেতৃত্বে, কিশোরগঞ্জ “ক” সার্কেলের উপ-পরিদর্শক তপু খানসহ গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, পাকুন্দিয়া থানাধীন চরদেওকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ফারুক (৩০)কে ৫ (পাঁচ) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক তপু খান বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।
এদিকে (সোমবার) ১২ই জুন,২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা কার্যালয়, হবিগঞ্জ এর সহকারী পরিচালক সাজেদুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, মাধবপুর থানাধীন কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোছাঃ ফারজানা আক্তার (২৮)কে ৩০০ (তিনশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।