নিজস্ব প্রতিবেদক:মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক ! কিছুতেই থামছেনা মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য ! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার
(মঙ্গলবার) ৫ই সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কক্সবাজার এর উপপরিচালক মোঃ রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে, পরিদশর্ক জীবন বড়ুয়া এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, উখিয়া থানাধীন বালুখালী ফ্রেন্ডশীপ হাসপাতাল গেটের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্পের অধিবাসী মজিবুর রহমান (৩২) কে ৪,০০০(চার হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। অপর অভিযানে উখিয়া থানাধীন কোটবাজার এলাকায় সিরাজুল মোস্তফা (২১) কে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক জীবন বড়ুয়া ও উপপরিদর্শক কামরুজ্জামান বাদী হয়ে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (মঙ্গলবার) ৫ই সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় হবিগঞ্জ এর সহকারী পরিচালক সাজেদুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে,পরিদশর্ক কাজী হাবিবুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বানিয়াচং থানাধীন দক্ষিণ ইকরাম এলাকায় অভিযান পরিচালনা করে ১ (এক) কেজি গাঁজাসহ মোঃ বাতিন মিয়া (৪১) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে বানিয়াচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অন্যদিকে (রবিবার) ৩রা সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া এর সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক বেলায়েত হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানাধীন ধরখার বাজারের উত্তরে তিতাস নদীর ব্রিজের ঢালে কুমিল্লা সিলেট মহাসড়কের পশ্চিম পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ (দশ) কেজি গাঁজাসহ মোছাম্মদ ঝর্ণা (২০), মোছা: আনিসা আক্তার মিম (১৯), মোছা: সাদিয়া আক্তার (১৯) ও মোঃ সজিব মিয়া( ২২) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আল-আমিন (২৯) পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।