নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজার ও ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার।
(শনিবার) ২১ই সেপ্টেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তাফার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার সদর থানাধীন ঝিলঙ্জায় অভিযান পরিচালনা করে একটি সিএনজিতে করে ইয়াবা বহন করে নিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর আলম (৫০) ও চালক শামসুল আলম(৩২)কে ৩৫,০০০ (পয়ঁত্রিশ হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। সহকারী পরিচালক সিরাজুল মোস্তাফা বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী পুলিশ কনস্টেবল (জাহাঙ্গীর আলম) ঢাকা জেলা কোর্টে চাকুরি করে। এর পূর্বে সে দীর্ঘদিন কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্য হিসেবে চাকুরিরত ছিল। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করা হয় ।
এদিকে (শনিবার) ২১ই সেপ্টেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মামুন এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এর দিক নির্দেশনায়, কোতয়ালী সার্কেল পরিদর্শক মোঃ শাহজালাল ভূঁঞা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, দারুস সালাম থানাধীন গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন এস এস ফিলিং স্টেশনের উত্তর পার্শ্বে অভিযান পরিচালনা করে মোঃ সেলিম (৪৬)কে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। এ বিষয়ে ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়িত হচ্ছে এবং হবে। আসামীর বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।