নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছেনা মাদক চোরাকারবারীদের দৌরাত্ব! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজার ও কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার
(বুধবার) ৪ঠা অক্টোবর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা কার্যালয় কক্সবাজার এর উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান এর এর নেতৃত্বে, একটি রেইডিং টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কক্সবাজার সদর মডেল থানাধীন বাইপাস রাস্তার উত্তর পার্শ্বে রুস্তম কমপ্লেক্স এর সামনে অভিযান পরিচালনা করে ৯,০০০ (নয় হাজার) পিস ইয়াবাসহ কক্সবাজার পৌরসভার বাসিন্দা আব্দুস ছাত্তার (৩৫) পিতা-মৃত ওলি হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (বুধবার) ৪ঠা অক্টোবর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা কার্যালয় কুমিল্লা এর সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন এর নেতৃত্বে, একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, কোতয়ালী থানাধীন কুমিল্লা রেলস্টেশন রোডস্থ চাঁদ হোটেল এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ (দশ) কেজি গাঁজাসহ ভোলা জেলার বাসিন্দা মোঃ শরীফুল ইসলাম প্রকাশ সজিব (৩০) পিতা: মো: ফরিদকে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।