নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)র সফল অভিযানে যাত্রাবাড়ী এলাকা হতে ৪০ কেজি গাঁজা উদ্ধার।
(বৃহস্পতিবার) ৫ই অক্টোবর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মেহেদী হাসান এর নির্দেশনায়, রমনা সার্কেল পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যাত্রাবাড়ী থানাধীন ৩১০ ভূঁইয়া মার্কেট দনিয়া রোডস্থ “মায়ের দোয়াকনফেকশনারী” নামীয় দোকানের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর উপর অভিযান পরিচালনা করে ৪০ (চল্লিশ) কেজি গাঁজাসহ মুহাম্মদ আবদু সবুর (৪৩)কে হাতেনাতে গ্রেফতার করে। আলামতের আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।