নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি)র সফল অভিযানে কক্সবাজার, নোয়াখালী ও নরসিংদী কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার।
(বুধবার) ১১ই, অক্টোবর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কক্সবাজার এর উপপরিচালক মোঃ রুহুল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে, একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, কক্সবাজার সদর মডেল থানাধীন পৌরসভার ১২ নং ওয়ার্ডের কলাতলী বাইপাস রোডস্থ পতাকা স্টোর এর সামনে দাড়ানো আমেরিকান পরিবহন নামীয় (ঢাকা- মেট্রো-ব-১৫-৭৮৯২) গাড়ি তল্লাশী করে ২০ (বিশ হাজার) পিস ইয়াবাসহ মোঃ মনির হোসেন (২৮) কে হাতেনাতে গ্রেফতার করে। অপর অভিযানে ডলফিন মোড় সংলগ্ন বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ নামীয় হোটেলের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২০ (বিশ হাজার) পিস ইয়াবাসহ মোঃ সোহেল (২৫) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় উপপরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী দুটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (বুধবার) ১১ই, অক্টোবর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নোয়খালী এর সহকারী পরিচালক মোঃ আব্দুল হামিদ এর নেতৃত্বে, গোপন সংবাদের ভিত্তিতে, সোনাইমুড়ী থানাধীন নজরপুর (বেচা গাজীর বাড়ী) গ্রামস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃতাজুল ইসলাম তাজু (৫৬) কে ১ (এক) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
অপর অভিযানে মোঃ শাহিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সোনাইমুড়ী , নোয়াখালী নেতৃত্বে ১। বাবুল মিয়া (৪৮),পিতা:মৃত কবির উদ্দীন,গ্রাম:মকিল্লা সোনাইমুড়ী থানাধীন ০৪ নং বারগাঁও ইউনিয়ন রশিদ মিয়ার নতুন বাড়ির বাবুল মিয়া (৪৮) এর বসতঘর ৩০ (ত্রিশ) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে, ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থ দন্ড পরিশোধিত। ২ । এবং ৯ নং দেওটি ইউনিয়নে নবগ্রামের রমযান আলী রুবেল(৩২) কে গাঁজাসহ ০২মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ (দুইশত) টাকা অর্থদন্ড পরিশোধিত। ৩ । ৬ নং নাটেশ্বর ইউনিয়নের মোঃমানিক(৪০) কে গাঁজাসহ ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ (দুইশত) টাকা অর্থদন্ড পরিশোধিত করা হয়।
অন্যদিকে (বুধবার) ১১ই, অক্টোবর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নরসিংদী এর সহকারী পরিচালক মোঃ নাজমুল হক এর সার্বিক তত্বাবধানে, “খ” সার্কেল পরিদর্শক মাহবুবুল আলম ভূঞা এর নেতৃত্বে, একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, শিবপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৭ (সাত) কেজি গাঁজাসহ মোঃ মুখলেস (২৫) কে হাতেনাতে গ্রেফতার করে। এছাড়াও (সোমবার) ৯ অক্টোবর, ১ (এক কেজি) গাঁজাসহ শিবপুর গোর এলাকা হতে জিয়াউল হাসানকে গ্রেফতার করে। তাছাড়াও ২রা অক্টোবর, কোতোয়ালি থানার ভেলা নগর এলাকা হতে জাফর হাওলাদার ও নাইম ইসলামকে ৫,৫০০ (পাঁচ কেজি পাঁচশত) গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মাহবুবুল আলম ভূঞা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।