সোমবার, ২৩ জুন ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

ট্রুডোকে মার্কিন রাজ্যের ৫১তম গভর্নর বলায় কানাডায় ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৩:২২ অপরাহ্ন
ট্রুডোকে মার্কিন রাজ্যের ৫১তম গভর্নর বলায় কানাডায় ক্ষোভ
ট্রুডোকে মার্কিন রাজ্যের ৫১তম গভর্নর বলায় কানাডায় ক্ষোভ

৫০টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ কানাডাকে ৫১তম মার্কিন অঙ্গরাজ্য ও দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সেই রাজ্যের গভর্নর হিসেবে উল্লেখ্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন কথায় ক্ষুব্ধ কানাডা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে প্রায় ১ ঘণ্টার ফোনালাপ শেষে বুধবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে একটি পোস্ট দেন ট্রাম্প। যেখানে ট্রুডোকে ‘গভর্নর’ হিসেবে উল্লেখ্য করেন তিনি। সেই সঙ্গে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের তিক্ততার কারণ হিসেবে ট্রাম্প সামনে আনেন ‘কানাডার দুর্বল সীমান্ত নীতি’র প্রসঙ্গটি।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন— আমি কানাডার গভর্নর জাস্টিন ট্রুডোকে বলেছিলাম, তিনি তার দুর্বল সীমান্ত নীতির কারণে তাদের সঙ্গে আমাদের সমস্যা তৈরি করছেন, যা প্রচুর পরিমাণে ফেন্টানাইল এবং অবৈধ এলিয়েনকে মার্কিন যুক্তরাষ্ট্রে ঠেলে দিচ্ছে। এই নীতিগুলো অনেক লোকের মৃত্যুর জন্য দায়ী।

ট্রাম্প আরও বলেন, ‘আমি তাকে (ট্রুডো) বলেছিলাম যে কানাডা এবং মেক্সিকো সীমান্ত দিয়ে আসা ফেন্টানাইলের কারণে অনেক লোক মারা গেছে। তিনি জানিয়েছেন, এটি এখন ভালো অবস্থানে এসেছে। কিন্তু আমি তাকে বলেছি, এটি যথেষ্ট ভালো নয়। কলটি কিছুটা বন্ধুত্বপূর্ণভাবে শেষ হয়েছিল। যা আমাকে কৌতূহলী করে তুলেছিল, তখন আমি বুঝতে পেরেছিলাম যে তিনি এই ইস্যুটিকে ক্ষমতায় থাকার জন্য ব্যবহার করছেন!

সম্প্রতি কানাডিয়ান পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করেছে ট্রাম্প প্রশাসন। যে কারণে শুল্ক সম্পর্কে কী করা যেতে পারে তা জানতেই ট্রাম্পকে ফোন দিয়েছিলেন তিনি। কিন্তু ট্রাম্প সে ব্যাপারে আগ্রহ না দেখিয়ে বরং একগাদা কথা শুনিয়ে দিয়েছেন ট্রুডোকে।

ট্রাম্পের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছে কানাডা। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জোলি বুধবার দেশটিকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম রাষ্ট্র’ বলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। জোলি বলেন, ‘এটা আর রসিকতায় নেই। কানাডিয়ানরা যখন হকি খেলায় বের হয়, তখন আমেরিকার জাতীয় সংগীত গাইতে থাকে… আমাদের অপমান করা হয়। আমরা ক্ষিপ্ত।’

অবশ্য কানাডা ও ট্রুডোকে নিয়ে ট্রাম্পের এমন কথা এবারই প্রথম নয়। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর বেশ কয়েকবার এমন পরামর্শ দিয়েছেন ট্রাম্প। যেখানে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আওতায় আসা উচিত এবং প্রধানমন্ত্রী ট্রুডো ৫১তম কানাডিয়ান রাজ্যের গভর্নর হতে পারেন বলে অভিমত দিয়েছেন ট্রাম্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL