নিজস্ব প্রতিবেদক: এবার লবণের ট্রাকে ৯৬ কেজি গাঁজা
(বৃহস্প্রতিবার) ২১ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আনিসুর রহমান খাঁন এর সার্বিক দিক নির্দেশনায়, ক- সার্কেল পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, জেলার সদর মডেল থানাধীন হরিপুর বোর্ডঘর এলাকাস্থ রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পূর্ব পার্শ্বে ফিলিং স্টেশনের সামনে রাস্তার উপর একটি ট্রাকে গতিরোধ করে চালক মোঃ মিঠুন (৩০) ও হেল্পার মোঃ আলামীন (১৯) কে চ্যালেঞ্জ তল্লাশী করে ট্রাকের বেক ডালার বডির ভিতর লবণের বস্তার নিচে ৬টি প্লাস্টিকের বস্তায় ৯৬ (ছিয়ানব্বই) কেজি গাঁজা, ১৯০ ( একশত নব্বই ) বস্তা লবণসহ চালক ও হেল্পার কে হাতেনাতে গ্রেফতার করে। উদ্ধারকৃত গাঁজার মূল মালিক মোঃ তারেক (২৭) এবং মোঃ শহীদুল ইসলাম ওরফে টাগু (৩০) বলে চালক জানায়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী তারেক ও শহীদুল ইসলাম কে নিজ নিজ বসত বাড়ি হতে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।