বলি পাড়ায় বিয়ের হিড়িক পড়েছে। একের পর এক বিয়ের খবর দিচ্ছেন তারকারা। এবার বিয়ের খবর ভেসে বেড়াচ্ছে আরেক অভিনেত্রী পূজা হেগড়ের। শোনা যাচ্ছে খেলোয়াড়কে জীবনসঙ্গী করবেন এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, মুম্বাইয়ের এক ক্রিকেটারকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে। এই ক্রিকেটারের সঙ্গে তাকে নিয়মিত দেখা যাচ্ছে। বিয়ের সবকিছু ঠিকঠাক।
তবে বিয়ের কোন বিষয়েই মুখ খুলেননি এই অভিনেত্রী। অভিনেত্রী মুখ না খুললেও বর হিসেবে ভারতের জাতীয় দলের ক্রিকেটারের নাম শোনা যাচ্ছে। তিনি হলেন শ্রেয়াস আইয়ার। জানা গেছে অভিনেত্রী নিজেই খুব শিগগিরই জীবনসঙ্গীর নাম প্রকাশ করবেন।
বলিউড অভিনেত্রী পূজা হেগড়ে হৃতিকের সঙ্গে ‘মহেঞ্জোদারো’ দিয়ে বলিউডে পা রাখেন। তিনি দক্ষিণের অভিনেত্রী হলেও বর্তমানে বলিউডেও নিয়মিত কাজ করছেন।