নিজস্ব প্রতিবেদক: এবার ডিএনসি গোয়েন্দা বরিশাল এর জালে ধরা পড়লো দেশীয় পিস্তল, দশ রাউন্ড তাজা গুলি, ১৫ বোতল ফেন্সিডিল ও ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার
(বুধবার) ৬ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশাল এর সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি রেইডিং টিম ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন গালুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কানুদাশ কাঠি গ্রামের মোঃ আলামিনের বসত ঘড় তল্লাশী করে একটি দেশীয় পিস্তল, দশ রাউন্ড তাজা গুলি ও ১৫ (পনের) বোতল ফেন্সিডিলসহ মোছাম্মদ রোজিনা বেগম (২৮) কে হাতেনাতে গ্রেফতার করে। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে স্বামী আল আমিন হোসেন পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (বৃহস্প্রতিবার) ৭ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর দিক নির্দেশনায়, মিরপুর সার্কেল পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভুঁঞা এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ মেয়র হানিফ ফ্লাইওভার টোল প্লাজা এ২২ লেনে রাঙ্গামাটি থেকে আগত শ্যামলী এনআর পরিবহন বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৫১৪) এফ-১ সিটের যাত্রী চইগ্য চাকমা (৩৫) এর দেহ তল্লাশী করে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে মিরপুর সার্কেল পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভুঁঞা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।