নিজস্ব প্রতিবেদক: এবার গোয়েন্দা ঢাকা কর্তৃক ৫০ লক্ষ টাকার হেরোইন উদ্ধার
(সোমবার) ২৫ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকার উপপরিচালক মোঃ রবিউল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রিফাত হোসেন এর নেতৃত্বে, বিভাগীয় পরিদর্শক মাসুদুর রহমান, উপপরিদর্শক ইকবাল আহমেদ দীপু, সহকারী উপপরিদর্শক মোঃ আতাউল হক এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আশুলিয়া থানাধীন চারাবাগস্থ কিংশুক হাউজিং এর হোল্ডিং নং-৬২/৪খ এর তিনতলা বিশিষ্ট বিল্ডিং এর ৩য় তলার দক্ষিণ পশ্চিম পাশের ফ্ল্যাটে তল্লাশী করে ৫০০ ( পাঁচশত) গ্রাম হেরোইনসহ আব্দুল্লাহ (৩০) ও মোছাঃ শিউলি খাতুন (২৫) কে হাতেনাতে গ্রেফতার করে। আলামতের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।