আগামীকাল মুক্তি পাচ্ছে “এমআ-৯ ” ছবিটি। এ উপলক্ষ্যে ২২শে আগষ্ট সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হোন “এমআ-৯ ” সিনেমার সংশ্লিষ্টরা। এদিন উপস্থিত ছিলেন ছবিটির অভিনয় শিল্পী এবিএম সুমন, আনিসুর রহমান মিলন, জেসিয়া, আলিশা ইসলাম, নির্মাতা আসিফ আকবর, চিত্রনাট্যকার নাজিম-উদ-দৌলা, প্রযোজক আব্দুল আজিজ, অভিনেতা-প্রযোজক নিকো ফস্টারসহ অনেকে। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে “এমআ-৯ ”। সেখানে ছবিটি পরিবেশন করছে স্বপ্ন স্কেয়ারক্রো। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, উত্তর আমেরিকার ১৫১ সিনেমা হলে চলবে ছবিটি।
অনুষ্ঠানে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, “এমআ-৯ ” এর ইংরেজি ভার্সন সেন্সর পেয়েছে। এটি দেশের সব সিনেপ্লেক্সে চলবে। আর বাংলা ডাবিং করা অংশ যদি বৃহস্প্রতিবারের মধ্যে সেন্সর পাই, তবে সিঙ্গেল স্ক্রিনেও মুক্তি দেয়া হবে। তা না হলে বাংলা ভার্সনটি দ্বিতীয় সপ্তাহে আসবে। এই সিনেমায় এবিএম সুমন, নিকো ফস্টার ছাড়াও অভিনয় করেছেন সাক্ষী প্রধান, শহীদুল আলম সাচ্চু, আনিসুর রহমান মিলন, জেসিয়া ইসলাম, টাইগার রবি, মাইকেল জে হোয়াইট, ম্যাট পাসমোর, ওলেগ প্রাডিউস, কেলি গ্রেসন, আলিয়া প্রমুখ। ছবির সংগীত পরিচালনা করেছেন গ্র্যামিজয়ী ভরতীয় সংগীতশিল্পী রিকি কেজ।