নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটিতেও রক্ষা পাইনি মাদক চোরাকারবারীরা। ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার।
(শনিবার) ১৩ই এপ্রিল, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয়, (দক্ষিণ) এর উপপরিচালক মাসুদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এর দিক নির্দেশনায়, উপপরিদর্শক আব্দুল মতিন মিঞা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার এর টোল প্লাজার পূর্ব পার্শ্বে রাস্তার উপর শান্তি পরিবহন নামীয় যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে চোকাথাইন তনচংগ্যা (৩৫)কে ৩০০০ (তিন হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
অপর অভিযানে একই স্থানে শান্তি পরিবহন বাসে অভিযান পরিচালনা করে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ মংকেথাইন চাকমা (২২)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক আব্দুল মতিন মিঞা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন বলে আমাদের প্রতিনিধি জানান।