নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক মো: রাশেদুজ্জামান বলেন, ঈদের ছুটিকে কাজে লাগিয়ে মাদককারবারীরা যেন মাদকের বিস্তার ঘটাতে না পারে সেজন্য আমাদের বিশেষ টিম সজাগ রয়েছে। ঈদের ছুটিতেও পিছু ছাড়ছিনা মাদক চোরাকারবারীদের। আবারো ডিএনসি মেট্রো (উত্তর) কর্তৃক ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার।
জানা যায়, (শুক্রবার) ২১শে এপ্রিল , ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ঢাকার, অতিরিক্ত পরিচালক মো: জাফরুল্যাহ কাজল এর দিক-নির্দেশনায়, উপপরিচালক মো: রাশেদুজ্জামান এর সার্বিক তত্তাবধানে, সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর সমন্বয়ে, ধানমন্ডি সার্কেল পরিদর্শক তপন কান্তি শর্মা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা- পশ্চিম থানাধীন, আব্দুল্লাহপুর মাছের আড়ত, নিউ শতক মৎস ভান্ডারের সামনে রাস্তার উপর একটি ট্রাকে অভিযান পরিচালনা করে নজরুল ইসলাম (৪২), ও আব্দুল মালেক (৫০)কে ৪ (চার) হাজার পিস ইয়বাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে আমাদের প্রতিনিধি জানান।