গাজার একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত ৫০০জন নিহত হয়েছেন। এ গণহত্যার প্রতিবাদে বিশ্ববাসীকে ইসরায়েলের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। গতকাল মঙ্গলবার গাজার আল-আহলি আরব নামের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৫০০ মানুষকে হত্যা করে ইসরায়েল। এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হাসপাতালটিতে কয়েকশ আহত ও অসুস্থ মানুষ ছিলেন। এ ছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষও এখানে ছিলেন।
এ হামলার নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘ ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ভয়াবহ হামলা ও গণহত্যায় সহস্রাধিক নিরপরাধ নারী ও শিশু ভুক্তভোগী। সময় এসে গেছে এমন ভুয়া শাসকদের বিরুদ্ধে বিশ্ববাসীর এক হওয়ার। তারা জঙ্গিগোষ্ঠী আইএসআইসের চেয়েও বেশি ঘৃণ্য।’ গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপর থেকে গাজায় পাল্টা বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েল–হামাস সংঘাতে নিহত বেড়ে ৪ হাজার ১০০ ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় ৩ হাজারই ফিলিস্তিনি। গাজা থেকে অন্যত্র সরে গেছেন লাখো বাসিন্দা।