আমেরিকা-বিরোধী মনোভাব থাকলে মিলবে না যুক্তরাষ্ট্রের ভিসা
যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ বা স্থায়ীভাবে থাকার জন্য এখন থেকে আবেদনকারীদের আরও কঠোর যাচাইয়ের মুখোমুখি হতে হবে। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ব্যক্তির মধ্যে ‘আমেরিকা-বিরোধী’ মনোভাব থাকলে তার ভিসার আবেদন বাতিল করা হবে।
বুধবার (২০ আগস্ট) সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
হালনাগাদ নীতিমালা অনুযায়ী, আবেদনকারীর সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যোগাযোগ আছে কি না, অথবা তিনি ইহুদিবিদ্বেষী কোনো কর্মকাণ্ডে যুক্ত ছিলেন কি না—এসব বিষয় খতিয়ে দেখা হবে। এমনকি আবেদনকারীর সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমও যাচাইয়ের আওতায় আসবে।
ইউএসসিআইএস মুখপাত্র ম্যাথু ট্রাগেসার বলেন, যারা আমেরিকাকে ঘৃণা করে কিংবা আমেরিকা-বিরোধী মূল্যবোধ ছড়ায়, তাদের এখানে কোনো সুবিধা দেওয়া উচিত নয়।