নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছেনা মাদক চোরাকারবারিদের দৌরাত্ব! আবারো ২৪ ঘন্টার ব্যবধানে ডিএনসি চট্টগ্রাম মেট্রো (উত্তর),চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান মাদক উদ্ধার ।
(রবিবার) ৬ আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয় (উত্তর) এর উপ-পরিচালক হুমায়ন কবির খোন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক ব্রজলাল চাকমা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভি্ত্তিতে বাকলীয়া থানাধীন ০৫ নং ব্রীজ আব্দুল করিম রোড, আব্দুল সাত্তার কলোনীর ০৩ নং কক্ষে অভিযান পরিচালনা করে ১২ (বারো) কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ রিপন (২৫) ও তার দুই সহযোগী মোঃ ইয়াছিন (২০) ও মোঃ রুবেল (২২) কে হাতেনাতে গ্রেফতার করা হয় । আসামীদের বিরুদ্ধে বাকলীয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
অন্যদিকে (রবিবার) ৬ আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চুয়াডাঙ্গা এর উপ- পরিদর্শক আকবর হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৮০ পিছ বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মো:কলম আলী মন্ডল ওরফে কল্লোল (৪৩) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক আকবর হোসেন বাদী হয়ে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন ।
এদিকে (রবিবার) ৬ আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কুড়িগ্রাম এর সহকারী পরিচালক আবু জাফর এর সার্বিক তত্বাবধানে উপ-পরিদর্শক মোঃ মোকছেদ আলী সরকার এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানাধীন খয়ারবাড়ী গ্রামস্থ পাকা রাস্তার উপর ইজিবাইকে বসা দুইজন যাত্রীকে তল্লাশী করে ১৩৪ (একশত চৌত্রিশ ) বোতল ফেন্সিডিলসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করে।আসামীদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ মোকছেদ আলী সরকার বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন ।
এছাড়াও (শনিবার) ৫আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া এর পরিদর্শক বেলায়েত হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভি্ত্তিতে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানাধীন দুর্গাপুর এলাকায় পূবালী এন্টারপ্রাইজের সামনে সুলতানপুর রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪ (চার) কেজি গাঁজাসহ হৃদয় চন্দ্র দাস (২২) কে হাতেনাতে গ্রেফতার করে। অপর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন চিনাইর মোড়স্হ বাদল হার্ডওয়ার স্টোরের সামনে সুলতানপুর রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৮ (আঠারো) বোতল এসকাপ সহ মোঃ খোকন মিয়া( ২৬) কে হাতেনাতে গ্রেফতার করে । আসামীদের বিরুদ্ধে পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী দুইটি পৃথক পৃথক নিয়মিত মামলা দায়ের করেন বলে আমাদের প্রতিনিধি জানান।