নিজস্ব প্রতিবেদক: কী ভয়ানক! আবারো সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার।
(সোমবার) ১২ই জুন,২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর,টেকনাফ বিশেষ জোন এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ পৌরসভাস্থ টেকনাফ প্রধান সড়কের কে কে পাড়ার বাদশা ভাত ঘরের সামনে অভিযান পরিচালনা করে একটি এসি মিনিবাসের সাইড বডিতে বিশেষভাবে লুকায়িত ১১৫০০০(এক লক্ষ পনের হাজার) পিস ইয়াবাসহ গাড়ী চালক মোহাম্মদ সাহেদ(১৯), পিতা: শাহ আলমকে হাতেনাতে গ্রেফতার করে। এই বিষয়ে সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বলেন, গাড়িতে প্রাপ্ত কিছু ডকুমেন্টস হতে ধারণা করা হয় এটি কুইকার পাসপোর্ট এন্ড লজিস্টিক নামের একটি এনজিও প্রতিষ্ঠানের গাড়ী। আলামতের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা। আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।