নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো দক্ষিণ কর্তৃক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার
(রবিবার) ১৬ জুলাই ২০২৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মোঃ মাসুদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, মতিঝিল সার্কেল পরিদর্শক মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, মোহম্মদপুর থানাধীন বসিলা রোড বেরিবাধ এলাকা হতে মোঃ আব্দুল কুদ্দুস (৪৪) ও মোঃ নিজাম উদ্দিন (২১) এবং কাসেম শেখ (৬৬) কে ১০(দশ) হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে । উপপরিচালক মোঃ মাসুদ হোসেন বলেন,জুন- জুলাই মাসে ৬৫,৬১২(পয়ষট্টি হজার ছয়শত বারো) ইয়াবাসহ ৭৩ জনকে আটক করা হয় এরই ধারাবাহিকতায় এই অভিযান চালায়। প্রাথমিক ভাবে জানা যায়, ইয়াবা ব্যবসায়ী মেয়ের জামাই এর প্রলভনে ইয়াবা কিনতে এসে শ্বশুর ও মীর রেডিমিক্স কো্ম্পানির হেল্পার এবং কক্সবাজার ভিত্তিক ইয়াবা পাচার কারী সহ এই ৩জনকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।