নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ২৪ ঘন্টাই সজাগ। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) রাজশাহী গোয়েন্দা কার্যালয় কর্তৃক ৩৫ কেজি গাঁজা উদ্ধার।
(শনিবার) ৮ জুলাই ২০২৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহীর উপপরিচালক মোহাঃ জিললুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানাধীন কাশিনাথপুর বাজারস্থ নুর আবাসিক হোটেলের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৫(পয়ঁত্রিশ) কেজি গাঁজা ও একটি নতুন প্রাইভেটকারসহ ১) সোনাকান্ত রায় ওরফে রতন রায় (৪০), ২) মোঃ জাহাঙ্গীর হোসেন আপন (৩১), ৩/ মোঃ নকিবুলকে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ হুমায়ুন কবির বাদী হয়ে আমিনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।