নিজস্ব প্রতিবেদক:মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক ! আবারো ডিএনসি গোয়েন্দা রাজশাহী কর্তৃক বিলাশবহুল পাজেরো ও হায়েস মাইক্রোবাস থেকে ২৪০ কেজি গাঁজা এবং চট্ট-মেট্টো (উত্তর) ২,৬৫০ পিস ইয়াবা উদ্ধার এসময় গ্রেফতার ৪
(সোমবার) ৭ আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশাহী এর উপপরিচালক মোঃ জিল্লুর রহমান এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভি্ত্তিতে নাটোর জেলার সিংড়া ধানাধীন লালোর উচ্চ বিদ্যালয়ের উত্তর পার্শ্বে খেজুর তলা হাতিয়ানদহ গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি পাজেরো জীপ ও হায়েস টয়োটা মাইক্রোবাস ত্ল্লাশী করে ২৪০ (দুইশত চল্লিশ) কেজি গাঁজাসহ কুড়িগ্রামের ১।নুর আলিম সরকার মিলন (৩৭),২।মোমিনুল ইসলাম (৩৬) ও ৩।মোঃ হোসাইন আহমেদ (২৩) কে হাতেনাতে গ্রেফতার করে । উপপরিচালক মোঃ জিল্লুর রহমান বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, বিলাশবহুল পাজেরো গাড়ীর মাধ্যম্যে মাদকের একটি বড় চালান পাচার হবে। সে তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে (ঢাকা মেট্টো- ঘ-১১-৯০৯০) পাজেরো গাড়ীটি তল্লাশী করে ১৫০ (একশত পঞ্চাশ) কেজি গাঁজা ও (ঢাকা মেট্টো-চ-১৯-৩৮৩৭) হায়েস টোয়োটা গাড়ীটি তল্লাশী করে ৯০(নব্বই) কেজি গাঁজা,সর্বমোট ২৪০(দুইশত চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হই। মাদক কারবারিরা যতই নিত্যনতুন কৌশল অবলম্বন করুকনা কেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) আগের তুলনায় অনেক শক্তিশালী এবং আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে । আসামীদের বিরুদ্ধে সিংড়া ধানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এদিকে (সোমবার) ৭ আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্টো (উত্তর) কার্যালয় এর উপপরিচালক হুমায়ন কবির খোন্দকার এর সার্বিক তত্বাবধানে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও মোহনা কমিউনিটি সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে ২,৬৫০(দুই হাজার ছয় শত পঞ্চাশ) পিস ইয়াবা সহ রহিঙ্গা মোঃ জাহেদ উল্ল্যাহ (১৯) কে হাতেনাতে গ্রেফতার করে। সে কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের রহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলএমএস ক্যাম্প নং – ২৪, ব্লক নং – ডি, রুম নং – ১৩৬, ব্লক মাঝিঃ নুর হোসেন, সেড মাঝিঃ আলম চেয়ারম্যান এর বাসিন্দা তার পিতা মোঃ আব্দুর রহমান। উপপরিচালক হুমায়ন কবির খোন্দকার বলেন,আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে,নারায়নগঞ্জের রূপগঞ্জে এই মাদক পাচার করছিলো। আসামীর বিরুদ্ধে সহকারী উপপরিদর্শক মনির হোসেন বাদী হয়ে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয় বলে আমাদের প্রতিনিধি জানান।