নিজস্ব প্রতিবেদক: মাদকচোরাকারবারীদের স্পর্দা আন্তঃ কত ভয়ানক! আবারো ডিএনসি দিনাজপুরে ২১০ বোতল ফেনসিডিল উদ্ধার
(রবিবার) ২৫শে জুন ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, দিনাজপুর এর উপপরিচালক শহীদুল মান্নাফ কবির এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক মোঃ হাসিবুল হাসান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরল থানাধীন শাহাপুর গ্রামস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অভিযান পরিচালনা করে। মোঃইমাম হোসেন (২৪) কে ২১০ (দুইশত দশ) বোতল ফেনসিডিলসহ হাতেনাহাতে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ হাসিবুল হাসান বাদী হয়ে বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।