নিজস্ব প্রতিবেদকঃ আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) কর্তৃক ১৩০০ পিস ইয়াবা উদ্ধার।
(সোমবার) ২৫ই নভেম্বর, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর উপপরিচালক শামীম আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক রাহুল সেন এর সমন্বয়ে, গুলশান সার্কেল পরিদর্শক মো: রাসেল আলীর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, বনানী থানাধীন মহাখালী কাচাবাজার এলাকাস্থ মোঃ মাসুদ মোল্লার চায়ের দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ আনোয়ার সাদেক (২০)কে ১,৩০০ (এক হাজার তিনশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মো: রাসেল আলী বাদী হয়ে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।