নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দেশব্যপী অভিযান অব্যাহত । আবারো (ডিএনসি) চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় বিপুল পরিমান মাদক উদ্ধার
(রবিবার) ১৯শে জুলাই ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, চাঁদপুর এর সহকারী পরিচালক এ,কে,এম দিদারুল আলম এর সার্বিক তত্বাবধানে ও পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ এর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানাধীন খাজুরিয়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ০২(দুই) কেজি গাঁজাসহ মোঃ এলাহি বাহাদুর (৪২) কে হাতে নাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (সোমবার) ১৮ই জুলাই, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়,ব্রাহ্মণবাড়িয়া এর পরিদর্শক বেলায়েত হোসেন এর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানাধীন দুর্গাপুর মাজার গেটে সামনে সিঙ্গারবিল হতে আখাউড়া রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৮ (আটারো) বোতল এসকাপ সহ মোহাম্মদ রাশেদ মিয়া (২৫) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন ।
অন্যদিকে (রবিবার) ১৯শে জুলাই ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, কুমিল্লা এর সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এঁর সার্বিক তত্বাবধানে ও পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির এঁর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানাধীন মনোহরপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা সহ মোঃ বদিউল আলম (৫০) কে হাতে নাতে গ্রেফতার করে। অপর আসামী মোঃ মামুন (৪৩) রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ ওবায়দুল কবির বাদী হয়ে লাকসাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী দুইটি পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয় বলে জানা যায়।