বর্তমান ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই ইংল্যান্ডই এবারের বিশ্বকাপে প্রথম অঘটনের শিকার হল। রোববার (১৫ অক্টোবর) আফগানিস্তানের কাছে ৬৯ রানে হেরে গেছে ইংল্যান্ড। আফগানদের বিপক্ষে হেরে হতাশ হয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তবে তাদের কৃতিত্ব দিতে একটুও কার্পণ্য করেননি তিনি।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে রোববার বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে ইতিহাস লিখেছে আফগানিস্তান। প্রথমে ব্যাটিং করে ২৮৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে মুজিব-নবীদের বলে নাস্তানাবুদ হয় ইংলিশ ব্যাটাররা। মাত্র ২১৫ রানেই অলআউট হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।
আফগানিস্তানের বিপক্ষে হারের পর নিজেকেই দোষ দিয়েছেন ইংলিশ অধিনায়ক বাটলার। ম্যাচ শেষে বাটলার বলেন, ‘টস জিতেও এমন খেলা হতাশাজনক। আমি প্রথম বলে লেগ সাইডে যে মিস করেছিলাম, সেটাই ওদের ছন্দ এনে দিয়েছে। অবশ্যই আফগান বোলারদের কৃতিত্ব দিতে হবে। তারা আজ আমাদের গুঁড়িয়ে দিয়েছে। আমরা আজ ব্যাট কিংবা বল, কোন বিভাগেই পরিকল্পনা মত খেলতে পারিনি।’
রশিদ-মুজিবদের প্রশংসাও করেছেন বাটলার। ইংল্যান্ডের অধিনায়ক বলেন, ‘তাদের দুর্দান্ত কয়েকজন বোলার আছে। আমরা যেরকম শিশির পড়ার আশঙ্কা করেছিলাম সেরকম পড়েনি। তারা সোজা বল করেছে এবং বল স্ট্যাম্পে রেখেছে। আমরা তা ভালোভাবে খেলতে পারিনি।’
আফগানদের বিপক্ষে হারের পর তা থেকে শিক্ষা নিতে চায় ইংলিশ অধিনায়ক। আর পরের ম্যাচেই শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াতে চায় তারা। বাটলার বলেন, ‘আপনাকে এই পরাজয়ে অবশ্যই কষ্ট পেতে হবে। এ থেকে তাড়াতাড়ি বের হওয়ার উপায় নেই। আমাদের দলে অনেক দক্ষ খেলোয়াড় আছে। আমাদের দৃঢ়তা দেখাতে হবে এবং শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াতে হবে। চাপের মুখে আমাদের পারফর্ম করা শিখতে হবে। এই হার নিয়ে আমাদের সবাইকে অনেক কাজ করতে হবে।’