সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

বিতর্কিত সেই ১৫ ক্লাব ছাড়াই হবে বিসিবি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৫ অপরাহ্ন
বিতর্কিত সেই ১৫ ক্লাব ছাড়াই হবে বিসিবি নির্বাচন
বিতর্কিত সেই ১৫ ক্লাব ছাড়াই হবে বিসিবি নির্বাচন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পর্যবেক্ষণের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খসড়া ভোটার তালিকায় শুরুতে রাখা হয়নি ১৫ ক্লাবকে। পরে তাদের কাউন্সিলরশিপ ফেরত দেওয়া হলেও এবার হাইকোর্ট সেই ক্লাবগুলোকে বাদ দেওয়ার আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ক্লাবগুলোর ভোটাধিকারের বৈধতা চ্যালেঞ্জ করেন সাবেক বিসিবি সভাপতি ও আসন্ন নির্বাচনে পরিচালক পদপ্রার্থী ফারুক আহমেদ।

আদালতের নির্দেশে নির্বাচনে অংশ নিতে পারবে না এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমী, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমী, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমী, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমী, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাবের কাউন্সিলররা।

তাদের মধ্যে সবচেয়ে উল্লেখ্যযোগ্য ভাইকিংস ক্রিকেট একাডেমী। ক্লাবটির কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল ইফতেখার রহমান মিঠুর।

এই ঘটনার পর বিসিবি নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের কথা রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL