সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৬ অপরাহ্ন
ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
ডিএনসি নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার।

জানা যায়, (বৃহস্পতিবার) ২৫শে সেপ্টেম্বর ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে নোয়াখালীর শীর্ষ মাদক কারবারিকে ১১০০০ পিস ইয়াবা, মাদক বিক্রিত টাকায় কেনা একটি রয়েল এনফিল্ড বাইক, মাদক বিক্রির নগদ অর্থ ৫,৭০,০০০ (পাঁচ লক্ষ সত্তর হাজার) টাকা ও ৪ টি মোবাইল ফোনসহ হাতেনাতে গ্রেফতার করে।

ঘটনার সতত্যা নিশ্চিত করে সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বলেন,গত ১৮ই সেপ্টেম্বর ৩০০০ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদকের গডফাদার মোঃ সাইফুল ইসলাম (৩৮)-কে বেগমগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চট্টগ্রামে আত্মগোপনকারী নোয়াখালীর শীর্ষ মাদক কারবারি এবং অন্যতম প্রধান ইয়াবা সরবরাহকারী মোঃ ওমর ফারুক ওরফে বুলেট ফারুক বর্তমানে ফেনী জেলার দাগনভূঞা থানাধীন, দাগনভূঞা পৌরসভার ৪নং ওয়ার্ড গোডাউন রোডস্থ একটি ভাড়াকৃত বাসায় অবস্থান করে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার দেয়া তথ্য যাচাই-বাছাই করে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ হোসেন মোল্লা দিক নির্দেশনায়, একটি রেইডিং টিম মোঃ ওমর ফারুক ওরফে বুলেট ফারুককে তার ভাড়াকৃত বাসা হতে হাতেনাতে গ্রেপ্তার করে।  তার পরিহিত আন্ডারগার্মেন্টস এবং মোটরসাইকেলের মধ্যে থেকে মোট ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করে। পরে তার বসতঘর তল্লাশি করে তার প্রধান সহযোগী সাইফুল ইসলাম সুজনকে আরো ১০০০ (এক হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় আসামীর দখল থেকে মাদক বিক্রিত বাংলাদেশি বিভিন্ন মূল্যমানের ৫,৭০,০০০ (পাঁচ লক্ষ সত্তর হাজার) টাকা জব্দ করা হয়। আসামী মোঃ ওমর ফারুক ওরফে বুলেট ফারুক এর বিরুদ্ধে নোয়াখালীর সেনবাগ, বেগমগঞ্জ, চট্টগ্রামের সীতাকুন্ড, সিএমপির ডবলমুড়িং থানায় ১০টি মাদক মামলা চলমান আছে। এছাড়াও তার প্রধান সহযোগী সাইফুল ইসলাম সুজন এর বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় ৭টি মাদক মামলা চলমান আছে।

আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক তাজবীর আহাম্মদ বাদী হয়ে দাগনভূঞা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL