নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী ও যশোর কর্তৃক মাদক গাঁজা ও টাপেন্টাডল উদ্ধার।
জানা যায়, (বুধবার) ১৭ই সেপ্টেম্বর ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বেগমগঞ্জ মডেল থানাধীন ৭নং এখলাছপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামস্থ হামিদ হাজীর বাড়িতে মো: মোশারফ হোসেন মঞ্জু এর বসতঘরে অভিযান পরিচালনা করে মো: মোশারফ হোসেন মঞ্জু (৪৫)কে ১২ (বারো) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে জয়ন্ত সরকার (৪৮) পালিয়ে যায়। সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান, আসামী মো: মোশারফ হোসেন মঞ্জুর বিরুদ্ধে অত্র মামলা ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো ৫টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এবং জয়ন্ত সরকার এর বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এলাকাবাসীর সুত্রে জানা যায়, চিহ্নিত মাদক কারবারী মো: মোশারফ হোসেন মঞ্জু দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনা করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (বুধবার) ১৭ই সেপ্টেম্বর, ২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া এমপি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ১০৪ পিস (একশত চার) পিস টাপেন্টাডলসহ মোঃ ইসরাফিল হোসেন সুজন (২২) ও মোঃ আব্দুল আহাদ আলী (২৫)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক কে, এম, এ, হানিফ এবং উপপরিদর্শক শাহরিয়ার হোসেন এর প্রসিকিউশনে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রে মোঃ কাজী নাজিব আসামী মোঃ আব্দুল আহাদ আলী(২৫)কে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ২০০ টাকা অর্থদন্ড ও আসামী মোঃ ইসরাফিল হোসেন সুজন (২২)কে ১ (এক) বছর এর বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন বলে জানা যায়।