শাহরুখ মানেই ধামাকা। তা আর বলার অপেক্ষা রাখে না। ‘জওয়ান’ সিনেমা দেখার জন্য ভক্তদের তর সইছিল না। প্রথম দিনের আয়ে-ই তা প্রমাণ করে। প্রথম দিনে রেকর্ড করেছে ‘জওয়ান’। তবে দ্বিতীয় দিনেও খারাপ না। কিন্তু প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয় কিছুটা কমেছে। রোমান্টিক অ্যাকশন সিনেমা ‘জওয়ান’। সবার মুখে মুখে ‘জওয়ান’ নিয়ে তোলপাড়। বলিউড কিং খানের সাফল্যের খাতায় আরেকটা অধ্যায় যোগ হলো।
আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়, প্রথম দিনেই ‘জওয়ান’ ভারতে আয় করেছে ৭৫ কোটি রুপি। এটা হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম। সেই তুলনায় দ্বিতীয় দিন আয় কিছুটা কমেছে। ভারতীয় বক্স অফিসের তথ্যমতে, দ্বিতীয় দিনে সব ভাষা মিলিয়ে ৫৩ কোটি টাকা আয় করেছে ‘জওয়ান’। জানা যায়, ভারতের বাজারে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন ২২ কোটি টাকা কম আয় করেছে এই ছবি।
প্রথম দিনে বিশ্বব্যাপী ১৫০ কোটি টাকা আয় করতে সফল হয়েছে ‘জওয়ান’। ভারতীয় আরেক সংবাদমাধ্যম থেকে জানা যায়, বাণিজ্য বিশেষজ্ঞ মনবালা বিজয়বালান জওয়ানের আয় নিয়ে বলেছেন, বিশ্বজুড়ে জওয়ানের আয় ২০০ কোটি রুপি পেরিয়েছে। আবার ভারতীয় বক্স অফিসের তথ্য বলছে, দুই দিনে ‘জওয়ান’ ২৩০ কোটি রুপি আয় করেছে। সপ্তাহ শেষে বিশ্বব্যাপী আয় দাঁড়াতে পারে ৫০০ কোটি রুপি।