রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ৩০ কোটি টাকার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক মাধ্যামক শিক্ষার উন্নয়নে Logo নিউজিল্যান্ড চাপে পড়েও করল লড়াকু সংগ্রহ Logo ডিএনসি চট্টগ্রাম মেট্রো (উত্তর) কর্তৃক ৮৫৭৫ পিস ইয়াবা উদ্ধার Logo বাংলাদেশ থেকে নেওয়া ঋণ পুরো শোধ করেছে শ্রীলঙ্কা, দিয়েছে সুদও Logo বিপদের সঙ্কা, শিক্ষাবোর্ড থেকে ফাঁস হচ্ছে ব্যক্তিগত তথ্য Logo এবার ডিএনসি দিনাজপুর ও ব্রাহ্মনবাড়িয়া কর্তৃক ৮৮ কেজি গাঁজা উদ্ধার Logo এবার লবণের ট্রাকে ৯৬ কেজি গাঁজা Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশাল কর্তৃক বিপুল পরিমান ইয়াবা উদ্ধার Logo ‘নির্বাচনের সময় পক্ষপাতমূলক আচরণ করলেই ব্যবস্থা নেওয়া হবে’ Logo মহানগরে বিক্ষোভের ঘোষণা দিল জামায়াত

সরকার প্রথম বারের মতো ডিম, আলু, পেঁয়াজের দাম বেধে দিল

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৩৩ অপরাহ্ন
সরকার প্রথম বারের মতো ডিম, আলু, পেঁয়াজের দাম বেধে দিল
সরকার প্রথম বারের মতো ডিম, আলু, পেঁয়াজের দাম বেধে দিল

বাজার নিয়ন্ত্রণে প্রথমবারের মতো তিনটি কৃষিপণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। সেগুলো হচ্ছে ডিম, আলু ও দেশি পেঁয়াজ। বেঁধে দেওয়া দাম অনুযায়ী, এখন থেকে প্রতিটি ফার্মের ডিম ১২ টাকা, আলু খুচরা পর্যায়ে ৩৫-৩৬ টাকা (হিমাগার পর্যায়ে ২৬-২৭) এবং দেশি পেঁয়াজের দাম হবে ৬৪-৬৫ টাকা।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ডিম, আলু ও দেশি পেঁয়াজের দাম বেঁধে দেন। এ সময় বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, কৃষিসচিব ওয়াহিদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। গতকাল বুধবার কৃষিপণ্যের মূল্য পর্যালোচনা–সংক্রান্ত একটি সভা হয়। এরপর আজ এই সংবাদ সম্মেলন করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেছেন, খুচরা পর্যায়ে প্রতিটি ডিম যদি ১২ টাকায় বিক্রির সিদ্ধান্ত যদি ব্যবসায়ীরা না মানেন, তাহলে পণ্যটি আমদানির অনুমতি দেওয়া হবে। ইতিমধ্যে ডিম আমদানির অনুমতি চেয়ে ব্যবসায়ীদের আবেদন মন্ত্রণালয়ে জমা আছে। এ ছাড়া আলুর বিষয়ে তিনি বলেন, হিমাগার থেকে বেশি দামে আলু বিক্রির অভিযোগ পাওয়া গেলে নিলাম করে নির্ধারিত দামে আলু বিক্রি করে দেওয়া হবে।

টিপু মুনশি বলেন, ‘উৎপাদন খরচ হিসাব করে আমরা দেখেছি ডিম, আলু ও পেঁয়াজ বেশি দামে বিক্রি হচ্ছে। সে জন্য আমরা কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে বসে এই দাম নির্ধারণ করেছি।’

গতকালের সভায় উপস্থাপন করা সরকারি হিসাবে বলা হয়েছে, বর্তমানে বাজারে প্রতি হালি ফার্মের ডিম ৫০-৫৩ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। অন্যদিকে দেশি পেঁয়াজের কেজি ৭০–৮০ টাকা।

এ ছাড়া বাণিজ্যমন্ত্রী সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণাও দেন। তিনি বলেন, প্রতি লিটার বোতলজাত সয়াবিন দাম ৫ টাকা কমে এখন ১৬৯ টাকা হবে।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, দাম বেঁধে দেওয়া তিন কৃষিপণ্য কী দামে বিক্রি হচ্ছে, সেটি আগামীকাল শুক্রবার থেকে তদারকিতে নামবে জাতীয় ভোক্তা–অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL