নিজস্ব প্রতিবেদক: মাহে রমজানের পবিত্রতা রক্ষায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বদ্ধ পরিকর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টাঙ্গাইল কর্তৃক বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১।
(সোমবার) ২৫শে মার্চ ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল এর উপপরিচালক বিপ্লব কুমার মোদক এর সার্বিক তত্ত্বাবধানে, উপপরিদর্শক মো: মোস্তাফজুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, টাঙ্গাইল জেলার সদর থানাধীন পশ্চিম আকেুর টাাকুর পাড়াস্থ ৪১৫ নং বাসার ২য় তলায় মোঃ মঞ্জু মিয়ার বাসায় অভিযান পরিচালনা করে মোঃ মঞ্জু মিয়া (৩৪) কে ১০০০ (এক হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মো: মোস্তাফজুর রহমান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়েল করেন বলে জানা যায়।