নিজস্ব প্রতিবেদক: মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (উত্তর), নীলফামারী,চাঁদপুর ও বরিশাল গোয়েন্দা কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার
(শনিবার) ১৯শে আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, চট্টগ্রাম মেট্রো (উত্তর)এর উপপরিচালক হুমায়ন কবির খন্দকার এর সার্বিক তত্বাবধানে পরিদর্শক ব্রজলাল চাকমা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় অভিযান পরিচালনা করে ৬,০০০(ছয় হাজার) পিস ইয়াবাসহ কেফায়েত উল্ল্যাহ প্রঃ নুর মোস্তফা (২৬), রুবি আক্তার (২০) ও মোঃ আইয়ুব (৬০) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক ব্রজলাল চাকমা বাদী হয়ে চট্টগ্রাম কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (শনিবার) ১৯শে আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় নীলফামারী এর পরিদর্শক মো: শফিকুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে উপপরিদর্শক জায়েদ আল জাফরী এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সৈয়দপুর থানাধীন বাস টারমিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ৬,৬০০ ( ছয় হাজার ছয়শত) পিস ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক জায়েদ আল জাফরী বাদী হয়ে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অন্যদিকে (শুক্রবার) ১৮ই আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়,চাদপুর এর সহকারী পরিচালক একেএম দিদারুল আলম এর সার্বিক তত্বাবধানে উপপরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চাঁদপুর সদর থানাধীন হরিণা ফেরী এলাকায় দিদার এন্টারপ্রাইজ বাস কাউন্টারের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৪ (চার) কেজি গাঁজাসহ মোঃ রনি বিশ্বাস (৩৩) ও মোঃ সজিব মোল্লা (৩০) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এছাড়াও (শুক্রবার) ১৮ই আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় বরিশাল এর সহকারী পরিচালক এনায়েত হোসেন এর সার্বিক তত্বাবধানে উপপরিদর্শক ইসতিয়াক হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে,বরিশাল উজিরপুর থানাধীন ইচলাদি টোল প্লাজার পূর্ব পার্শ্বে টোল কাউন্টারের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৭ (সাত) বোতল ফেন্সিডিলসহ মোঃ আবু সাইদ মোড়ল (৪০) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক ইসতিয়াক হোসেন বাদী হয়ে বরিশাল উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন । অপর একটি অভিযানে মুঃ আঃ মজিদ এর নেতৃত্বে বরিশাল কোতয়ালী মডেল থানাধীন জিয়া সড়ক নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন মদিনা থাই এ্যালমিনুয়াম ষ্টোর এর পূর্ব পার্শ্বে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১,৩০০(এক হাজার তিনশত) পিস ইয়াবা জব্দ করে এবং একজন আসামী পলাতক রয়েছে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মুঃ আঃ মজিদ বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।