নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছে না মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কক্সবাজার কর্তৃক ৪০০০ পিস ইয়াবা উদ্ধার।
(বৃহস্পতিবার) ২৭শে জুন , ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কক্সবাজার এর সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, জেল গেইট সংলগ্ন চুইঝাল রেস্টুরেন্টের সামনে রাস্তার উপর একটি টমটমে অভিযান পরিচালনা করে মোঃ জহুরুল হক (৪২) কে ৪০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, আসামী একজন অবসর প্রাপ্ত পুলিশ সদস্য। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ তায়রীফুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।