নিজস্ব প্রতিবেদক: মাহে রমজান এর পবিত্র রক্ষায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে ২৪ ঘন্টাই সজাগ। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহে ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবাসহ গ্রেফতার ২।
(সোমবার) ২৭ই মার্চ ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ঝিনাইদহ এর সহকারী পরিচালক গোলক মজুমদার এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ঝিনাইদহ জেলার সদর থানাধীন ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে ১। নূর মোহাম্মদ(৪৫), ২। মোঃইমরান হোসেন( ২৫)কে ১০০০০(দশ হাজার) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে সহকারী পরিচালক গোলক মজুমদার বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।