শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কর্তৃক বিপুল পরিমান বিদেশি মদ উদ্ধার Logo এবার লেবানন থেকে সিরিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী Logo গোয়ালিয়রে বাংলাদেশ ম্যাচে ২৫০০ পুলিশ মোতায়েন Logo বিশেষ ছাড়ে সব সুবিধা ঋণ জালিয়াতদেরই Logo অন্তর্বর্তী সরকারের দুর্বলতাই কি দেশে ফেরাবে শেখ হাসিনাকে? Logo বিশ্ব দৃষ্টি দিবস ২০২৪ এবং শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষায় অপটোমেট্রিস্টদের ভূমিকা- ডক্টর মোঃ মিজানুর রহমান Logo ডিএনসি ঢাকা মেট্রো দক্ষিণ কর্তৃক ইয়াবাসহ ২ মাদককারবারী গ্রেফতার Logo মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo ডিএনসি ঢাকা মেট্রোঃ দক্ষিণ ও যশোর কর্তৃক বিপুল পরিমান মাদক উদ্ধার Logo মুমিনুলের ১০০, বাংলাদেশের ২০০

প্রচণ্ড গরমের মধ্যে ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক / ২৩১ Time View
Update : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
প্রচণ্ড গরমের মধ্যে ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর
প্রচণ্ড গরমের মধ্যে ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। গরমে নাভিশ্বাস উঠেছে রাজধানীবাসীর। এর মধ্যে বায়ুদূষণে বিশ্বের ১০০টি শহরের মধ্যে আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকার অবস্থান সপ্তম।

আইকিউএয়ারের বাতাসের মানসূচকে এ সময় ঢাকার স্কোর ১৫২। বায়ুর এই মান ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

গতকাল রোববার সকাল ৯টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার সপ্তম অবস্থানে ছিল। এ সময় ঢাকার স্কোর ছিল ১৪৮। বায়ুর এই মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।
আজ সকাল ১০টার দিকে বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল ইরাকের বাগদাদ। আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ৪৪৬।

দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে ভারতের দিল্লি ও নেপালের কাঠমান্ডু। দিল্লির স্কোর ১৯৭। কাঠমান্ডুর ১৭৬।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়।

১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে ঘরের বাইরে গেলে সংবেদনশীল গোষ্ঠীর মানুষকে মাস্ক পরতে হবে। এ ছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : JEWEL