নিজস্ব প্রতিবেদক: আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) রাজশাহী ১২ ঘন্টার ব্যবধানে ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার
(শনিবার) ১লা এপ্রিল , ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহীর উপপরিচালক মোঃ আলমগীর হোসেন এর সার্বিক তত্তাবধানে, (ক সার্কেল) পরিদর্শক মোঃ রায়হান আহমেদ খান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, রাজশাহীর মহানগরীর দামকুড়া থানাধীন মুররারীপুর কালুরডাইং নামক স্থানে গোদাগাড়ী হতে রাজশাহীগামী একটি ইজি বাইকে অভিযান পরিচালনা করে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম হেরোইনসহ মো: আব্দুল লতিফ (৩০)কে হাতেনাতে গ্রেফতার করে। এবং (রবিবার) ২রাএপ্রিল , ২০২৩ গোদাগাড়ী থানাধীন বসন্তপুর নামক স্থানে চাঁপাইনবাবগঞ্জ থেকে টাঙ্গাইলগামী যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইনসহ মোছাঃ হাবিবা (৩৮)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ রায়হান আহমেদ খান ও উপপরিদর্শক মোছাঃ হাফিজা খাতুনবাদী হয়ে দামকুড়া ও গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেন।