নিজস্ব প্রতিবেদক: অভিযান পরিচালনা করলেই পাওয়া যাচ্ছে মনে-মনে গাঁজা! মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক! আবারো ডিএনসি বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজশাহী ১৫০ কেজি গাঁজা উদ্ধার।
(রবিবার) ১১ই জুন,২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর,বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহীর উপপরিচালক মোহা: জিললুর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন চক্ষু সেবা হাসপাতালের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ আমজাদ হোসেন (৩৪), মোঃ ইসমাইল হোসেন (৪৪) ও মোঃ নুরুল আমিন (৩৩)কে একটি মিনি কাভার্ড ডেলিভারী ভ্যান ভর্তি ১৫০ (একশত পঞ্চাশ) কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিচালক মোহা: জিললুর রহমান বাদী হয়ে শাহজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।