নিজস্ব প্রতিবেদক: কিছুতেই থামছে না মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। আবারো ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক বিপুল পরিমান মাদক ইয়াবা উদ্ধার ।
(বুধবার) ১০ই জানুযারী, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) এর উপপরিচালক মোঃ মাসুদ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক সুব্রত শুভ এর দিক-নির্দেশনায়, সুত্রাপুর সার্কেল উপপরিদর্শক আব্দুল মতিন মিঞা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ঢাকা আন্তঃ বিমানবন্দর থানাধীন হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের অভ্যন্তরীন টার্মিনালের আগমনী গেটস্থ বিশ্রামাগারের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ হুয়াইব (২৬)কে ২৫০০ (দুই হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক আব্দুল মতিন মিঞা বাদী হয়ে আন্ত:বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।