নিজস্ব প্রতিবেদক: মাহে রমজান এর পবিত্র রক্ষায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকের বিরুদ্ধে ২৪ ঘন্টাই সজাগ। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (উত্তর) ও বগুড়া কর্তৃক ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার।
(বৃহস্পতিবার) ৩০শে মার্চ, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয়,(উত্তর) এর উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্তাবধানে, সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান এর দিক-নির্দেশনায়, ধানমন্ডি সার্কেল পরিদর্শক তপন কান্তি শর্মার নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল থানাধীন, মহানগর হাউজিং প্রজেক্ট প্রধান সড়ক, ২০২/ডি, বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে আঃ রহিম (২৩), রশিদউল্লাহ (৬০) ও মোঃ তোফজ্জল হোসেন (৪০)কে ৩৫০০ (তিন হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক তপন কান্তি শর্মার বাদী হয়ে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (বৃহস্পতিবার) ৩০শে মার্চ, ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়ার উপপরিচালক মোঃ রাজিউর রহমান এর সার্বিক তত্তাবধানে, “ক” সার্কেল পরিদর্শক মো: ইব্রাহিম খাঁন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বগুড়া শেরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২২(বাইশ) িবোতল ফেনসিডিলসহ রায়হান (৫২) ও আলম (৩৮) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক ইব্রাহিম খাঁন বাদী হয়ে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে আমাদের প্রতিনিধি জানান।