নিজস্ব প্রদিতবেদক: কিছুতেই থামছে না মাদক চোরাকারবারীদের দৌরাত্ব্য। ডিএনসি টেকনাফ বিশেষ জোনের অভিযানে ফেন্সিডিল উদ্ধার।
২৫শে জুন, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ মডেল থানাধীন হাবিবছড়া ঘাটস্থ টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে অভিযান পরিচালনা করে কক্সবাজারগামী একটি সিএনজিতে পিছনের সিটে বসা যাত্রী মো: নুরুল আয়ুব (৩৬) কে ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে উপপরিদশর্ক গোপাল কৃষ্ণ দাশ বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।