নিজস্ব প্রতিবেদক:মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক ! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ ও বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকা কর্তৃক ৩৮ কেজি গাঁজা ও ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার
(শুক্রবার) ২৫শে আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আনিসুর রহমান খাঁন এর সার্বিক তত্ত্বাবধানে “ক” সার্কেল পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন দ্বারিয়াপুর হাতাপাড়া এলাকাস্থ রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ গামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৮ ( আটত্রিশ) কেজি গাঁজা ও একটি কার্গো ট্রাক (ওপেন) টাটা (ঢাকা-মেট্রো-ট-১২-০০৪৫) সহ মোঃ জাকার আলী ওরফে জাক্কার (৩৭) মোঃ ফরহাদ আলী (২৭) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মূল মালিক মোঃ আনোয়ারুল হক (৩৬) ও মোঃ কালাম (৪১) পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করে।
এদিকে (শুক্রবার) ২৫শে ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকার উপপরিচালক মোঃ রবিউল ইসলামের এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রিফাত হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, আশুলিয়া থানাধীন পলাশবাড়ীস্থ হাবীব মেডিকেল সংলগ্ন সাদমান টাওয়ার, মেট্রো এক্সপ্রেস কুরিয়ার ও পার্সেল সার্ভিস, বাইপাইল শাখার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩,০০০ ( তিন হাজার) পিস ইয়াবাসহ মোঃ সজীব (২৫) ও মোঃ আবু ছালেহ (২৬) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রিফাত হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।