নিজস্ব প্রতিবেদক:মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক ! কিছুতেই থামছেনা মাদক চোরাকারবারীদের দৌরাত্ব ! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাঁদপুর ও কুমিল্লা কর্তৃক বিপুল পরিমান গাঁজা উদ্ধার
(শনিবার) ২৬শে আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাদপুরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক সেন্টুরঞ্জন নাথ এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, ফরিদগঞ্জ থানাধীন সকদিরামপৃর এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ (পনের) কেজি গাঁজাসহ দেওয়ান মোহাম্মদ শাহাদাৎ হোসেন বাবুল (৬৩) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক সেন্টুরঞ্জন নাথ বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করে।
এদিকে (শনিবার)) ২৬শে আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কোতয়ালী থানাধীন শাসনগাছা এলাকায় অভিযান পারচালনা করে ১২ (বারো) কেজি গাঁজাসহ ফারুক হোসেন ও মো: ইমন হোসেন (১৯) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।