নিজস্ব প্রতিবেদক: মাদকচোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক! আবারো ১২ ঘন্টার ব্যবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁদপুরে ৭৩ কেজি গাঁজা উদ্ধার।
(বুধবার) ১৬ই আগষ্ট ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, চাঁদপুর এর সহকারী পরিচালক একেএম দিদারুল আলম এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, সকাল ৯টায় চাঁদপুর থানাধীন হরিণা ফেরী এলাকায় অভিযান পরিচালনা করে ২১ (একুশ) কেজি গাঁজাসহ মোঃ বাবুল (৩২) ও মোঃ রমজান আলী (৩০)কে হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়াও একই টিম (সোমবার) ১৪ই আগষ্ট ২০২৩ রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে একই স্থানে অভিযান পরিচালনা করে ৫২ (বায়ান্ন) কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ মোঃ মোজাম্মেল হোসেন (২৩) ও মোঃ আল-আমিন (২৭)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক পিয়ার হোসেন ও পরিদর্শক সেন্টু নাথ বাদী হয়ে চাঁদপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী দুটি পৃথক নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।