নিজস্ব প্রতিবেদক: ডিএনসি চট্টগ্রাম মেট্রো (উত্তর) ও ব্রাহ্মবাড়িয়া কর্তৃক বিপুল পরিমান ইয়াবা ও মদ উদ্ধার
(রবিবার) ১৭ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক হুমায়ন কবির খোন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক ব্রজলাল চাকমা এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম বাকলীয়া থানাধীন চর চাক্তাই শাহ আমানত সেতু এলাকায় হানিফ পরিবহনে কক্সবাজার থেকে শাহরাস্তি আগত বাসের যাত্রী সোহরাব হোসেন এর দেহ তল্লাশী করে ৪,৩৮০ (চার হাজার তিনশত আশি) পিস ইয়াবাসহ সোহরাব হোসেন (৩৫) কে হাতেনাতে গ্রেফতার করে।
একই টিম অপর একটি অভিযানে চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু এলাকায় সেন্টমার্টিন আল মিজান পরিবহনে কক্সবাজার থেকে গাজীপুর গামী বাসের যাত্রী মোঃ ইব্রাহিম খলিল এর দেহ তল্লাশী করে ৪৭০ (চারশত সত্তর) পিস ইয়াবাসহ মোঃ ইব্রাহিম খলিল (২৬) কে হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়াও চট্টগ্রাম মেট্রো (উত্তর) চান্দগাঁও সার্কেলের একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, চট্টগ্রাম বায়েজিদ বোস্তামি থানাধীন হাটহাজারী রোডের বালুচরা এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ (ত্রিশ) লিটার মদসহ কিশোরগঞ্জের বাসিন্দা মৃত শাহজাহান এর স্ত্রী শাহনাজ বেগম (৫০) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে পরিদর্শক ব্রজলাল চাকমা বাদী হয়ে বাকলীয়া,কর্ণফুলী ও বায়েজিদ বোস্তামি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী পৃথক তিনটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে (শনিবার) ১৬ সেপ্টেম্বর ২০২৩ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ব্রাহ্মবাড়িয়ার সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক বেলায়েত হোসেন এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, আখাউড়া থানাধীন আখাউড়া বাইপাস মোড়স্থ শ্রমিকলিগ অফিসের সামনে স্থলবন্দর হতে সুলতানপুর রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবাসহ মোছা: মিম আক্তার (১৯) কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন বলে জানা যায়।