নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানেও মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক ! আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) কুড়িগ্রাম কর্তৃক বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার।
(রবিবার) ১৭ই মার্চ, ২০২৪ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুড়িগ্রাম এর উপপরিচালক বাহাউদ্দিন রানা এর সার্বিক তত্ত্বাবধানে, সহকারী পরিচালক মোঃ আবু জাফর এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন, তালুক শিমুলবাড়ী (পূর্ব ফকিরপাড়া) গ্রামস্থ বালারহাট হতে কুড়িগ্রামগামী রাস্তায় ব্যাটারি চালিত একটি যাত্রীবিহীন মিশুক অটোরিক্সা তল্লাশী করে পিছনের সিট হতে ১০০ (একশত) বোতল ফেন্সিডিলসহ অটোরিক্সা চালক মোঃ নুর ইসলাম (৬০)কে হাতেনাতে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক তরুন কুমার রায় বাদী হয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন ।